কানসাটে রাস্তা সংস্কারের জোর দাবি এলাকাবাসীর


তারেক আজিজ প্রকাশের সময় : ০৭/০৬/২০২০, ৫:৫১ অপরাহ্ণ /
কানসাটে রাস্তা সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুরাতন ব্রিজ (স্লুইচ গেট) থেকে কলাবাড়ী বাইপাস পর্যন্ত জনবহুল এ রাস্তাটি সংস্কারের অভাবে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটিতে বৃষ্টির পানি জমে ধানখেতে পরিনত হয়েছে।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে যায়। পানি বের হবার জন্য কোন ড্রেন না থাকায় দিনের পর দিন বৃষ্টির পানি জমে থাকছে রাস্তাটিতে। পানিজমে কর্দমাক্ত হয়ে থাকছে সবসময়। এলাকাবাসী অতি কষ্টে রাস্তাটি দিয়ে চলাচল করছে।
বিগত প্রায় ৩ বছর থেকে রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করা মানুষগুলো পোহাচ্ছেন চরম ভোগান্তি।

স্থানীয় এলাকাবাসী শিবগঞ্জ পৌর মেয়র, কাউন্সিলর, উপজেলা প্রশাসন ও এমপির কাছে জোর দাবি জানিয়েছেন জনগণের স্বার্থে এ রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য। এলাকাবাসীর অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সহিত বিবেচনা করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com