এবার ঈদে টিভিতে দেখা যাবে ‘মিশন এক্সট্রিম’


Journalist Tarek Aziz প্রকাশের সময় : ১৪/০৪/২০২২, ৯:০১ অপরাহ্ণ /
এবার ঈদে টিভিতে দেখা যাবে ‘মিশন এক্সট্রিম’

ঢাকাঃ গত বছরের ডিসেম্বরে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের পর ইউরোপেও মুক্তি পায় সিনেমাটি। সবখানেই দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা পায় এটি।

পুলিশ অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমাটি এবার দেখা যাবে টিভি পর্দায়। ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন এটি। আগামী রোজার ঈদে দীপ্ত টিভিতে দেখানো হবে সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তারা জানায়, ঈদের দিন দুপুর ২টায় ‘মিশন এক্সট্রিম’ প্রচার হবে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ। এছাড়াও আছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

 

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার ও নির্মাতা ফয়সাল আহমেদ। প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন।

গত মার্চেই ‘মিশন এক্সট্রিম’ মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে। আগামীতে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইতালিতে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। বলাই বাহুল্য, এর আগে দেশের কোনো সিনেমা এত বেশি সংখ্যক দেশে মুক্তি পায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com