ঈদেও চিকিৎসা সেবা অব্যাহত থাকবে শিবগঞ্জের সাদিয়া ক্লিনিক
তারেক আজিজ
প্রকাশের সময় : ২৩/০৫/২০২০, ৮:০৫ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন সাদিয়া ক্লিনিকের কর্ণধার ডা. শফিউল ইসলাম।
এবার তিনি দেশের পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটির মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ছাড়াও নিজ প্রতিষ্ঠানে পৌর এলাকার দরিদ্র পরিবারের মাঝে চাল, আলু, ডাল, পেঁয়াজ, তেল ও সাবান বিতরণ করেছেন। দেশের এমন দূর্যোগের মূহুর্তে ডা. শফিউল গরীব অসহায় মানুষদের সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি বলেন, করোনা ভাইরাসটি যেহেতু জাতীয় সমস্যা তাই সকল শ্রেণিপেশাজীবি মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। শুধু একটু সচেতনতাই পারে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে। এলাকার চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সাদিয়া ক্লিনিক চালু থাকবে। চিকিৎসা সেবা দিতে সবসময় মানুষের পাশেই আছি বলে জানান ডা. শফিউল ইসলাম।
Post Views: 798
আপনার মতামত লিখুন :