অ্যাপল-গুগল মিলে তৈরি করবে করোনাভাইরাস সংস্পর্শ শনাক্তকরণ প্রযুক্তি


Md Ismail Hosain প্রকাশের সময় : ১২/০৪/২০২০, ১:২১ অপরাহ্ণ /
অ্যাপল-গুগল মিলে তৈরি করবে করোনাভাইরাস সংস্পর্শ শনাক্তকরণ প্রযুক্তি

অ্যাপল এবং গুগল যৌথ উদ্যোগে এমন একটি প্রযুক্তি তৈরি করতে যাচ্ছে যা ব্যবহারকারীকে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সতর্ক করে দেবে।

শুক্রবার (১০ এপ্রিল) প্রতিষ্ঠান দুইটি এই ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, সংস্পর্শ শনাক্তকরণ নামের এই প্রযুক্তি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উদ্ভাবন করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে ব্যবহারকারীদের আইসোলেশনে থাকতে হবে কিনা তা এটি বলে দেবে।

দুই পর্যায়ে এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হবে।

মে মাসের মাঝামাঝির দিক থেকে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে নিজেদের পরিচয় গোপন রেখে তথ্য আদান প্রদান করতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে যেতে বেশি সময় লাগবে। গুগল এবং অ্যাপল যখন তাদের অপারেটিং সিস্টেমে এই প্রযুক্তি অন্তর্ভুক্ত করবে তখন অ্যাপ ডাউনলোড না করেই ব্যবহারকারীরা সরাসরি সেবা নিতে পারবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com