অসহায় এক কাঠমিস্ত্রির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন মেয়র প্রার্থী মনিরুল


তারেক আজিজ প্রকাশের সময় : ০৭/১০/২০২০, ৪:৫৭ অপরাহ্ণ /
অসহায় এক কাঠমিস্ত্রির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন মেয়র প্রার্থী মনিরুল
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড দেবিনগর পূর্ব  উত্তরপাড়ার অসহায় কাঠ মিস্ত্রি সারিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৈয়দ পরিবারের গর্ব, সাবেক ছাত্রনেতা, জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং আসন্ন পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
জানা গেছে, ১ নং ওয়ার্ডের মোজাফর আলির ছেলে অসহায় কাঠমিস্ত্রি সাহারুল ইসলাম সারু। গাছ থেকে পড়ে তার মাজা ভেঙে যায়। দীর্ঘদিন ধরে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে বিছানায় পড়ে রয়েছে সারু।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে শিবগঞ্জ উপজেলার ছাত্রলীগের প্রচার সম্পাদক ডলার রকি কে প্রতিনিধি পাঠিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, আধুনিক শিবগঞ্জ পোরোসভা গড়ার স্বপ্নদ্রষ্টা মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
বর্তমান যুগে মানুষ ছুটে চলেছে প্রতিযোগিতা করে। কেউ কাউকে যেন সাহায্য সহযোগীতা করার সময় নেই।সেখানে অসহায় কাঠমিস্ত্রি চিকিৎসার  জন্য হাত বাড়িয়ে আবারো মকনবতার দৃষ্টান্ত স্থাপন করলেন মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
অসহায় কাঠমিস্ত্রি আর্থিক অনুদান পেয়ে আনন্দে উৎফুল্লিত হয়ে দুহাত তুলে সে দোয়া করেন সারু। এ রকম সন্তান যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায়। আমি তাঁর মৃত বাবা-মার জন্য দোয়া করি যেন নেক সন্তানদের জন্য আল্লাহ বেহেশত নসিব করেন।
মেয়ের প্রার্থী মনিরুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, ভাই, চাচা। আমি আপনাদের মাঝে থেকেই বড় হয়েছি। বাকী জীবনটাও আপনাদের মাঝে থেকেই সেবা দিতে চাই। আমি কিছু নেবার জন্য আসিনি আমি দুহাত ভরে দেওয়ার জন্য এসেছি। আমি আপনাদের সেবার মাধ্যমে জন্মস্থানের ঋণ শোধ করতে চাই।
তিনি বলেন, আমাকে একটিবার সুযোগ দিলে ঘুণে ধরা শিবগঞ্জ পৌরসভা কে আধুনিক পৌরসভা উপহার দিবো। মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আপনাদের নিয়ে পথ চলতে চাই। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই শুধু আমার বাবা মার জন্য দোয়া করবেন।-
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com