চাঁপাইনবাবগঞ্জে গত ৪০ বছর ধরে ৪ হাজার কবর খননকারী বৃদ্ধ নূর মোহাম্মদ (৮০) অর্থের অভাবে চিকিৎসার খরচ চালাতে পারছিলেন না। এমনকি তিনি খাদ্য সংকটেও ভুগছিলেন। বিষয়টি জানতে পেরে তার পাশে এসে সহায়তার বাড়িয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান।
রবিবার বিকালে ওসি মো. জিয়াউর রহমান শহরের আজাইপুর মহল্লায় বৃদ্ধ নুর মোহাম্মদের বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, পিয়াজসহ এক মাসের খাদ্য এবং বিভিন্ন ফলমূলসহ ইফতার সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা তার হাতে তুলে দেন।
এ সময় তার সাথে ওসি অপারেশন মিন্টু রহমান উপস্থিত ছিলেন। সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ব্যক্তিগত উদ্যোগেই তিনি এসব খাবার ও অর্থ প্রদান করেন এবং তাকে খাদ্য সহায়তা ও অর্থ প্রদান করতে উৎসাহিত করেছেন তার সহধর্মিনী সালমা আক্তার মনি।
আরো খবর
আপনার মতামত লিখুন :