অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আনন্দ মিছিল


তারেক আজিজ প্রকাশের সময় : ১৬/০২/২০২০, ২:৪১ অপরাহ্ণ / ১৩৯
অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আনন্দ মিছিল

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইলেনালে ভারতকে পরাজিত করে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়া আনন্দ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর ব্যানারে এই আনন্দ মিছিলটি শহরের মুজিব মঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, আ.লীগ নেতা এ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, আ.লীগ নেতা রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান ও সাকিলসহ অন্যরা।
মুজিববর্ষে বিশ্বকাপজয়ী যুব টাইগারদের এই অসাধারণ সাফল্য চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আর এই সাফল্য যেন সর্বস্তরে ছড়িয়ে পড়ে এই কামনা করেন সকলেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com